লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রেপ্তারের পর একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি সাইফুর রহমানকে পুলিশের ভ্যানে উঠে হাসতে দেখা গেছে।
আজ (৫ মে) সকালে হাতীবান্ধা থানায় এ ঘটনা ঘটে। বিষয়টিকে রহস্যজনক বলছে পুলিশ। তার হাসি দেখে পুলিশ সদস্য ও সাংবাদিকরাও হাসছিলেন। তবে কী কারণে অস্ত্র মামলার আসামি সাইফুল হেসেছেন সেটি কেউ বলতে পারছেন না।
এর আগে ভোরে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস এলাকার নিজ বাড়ি থেকে সাইফুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ।
পুলিশ সদস্যরা জানান, গ্রেপ্তারের পর কোনো আসামিকে সাধারণত বিমর্ষ দেখা যায়। কেউ কেউ কেঁদে ফেলেন। নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চিৎকারও করেন। তবে সাইফুর হাসতে থাকেন।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এ ঘটনায় হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে মামলা করেছেন। আসামি সাইফুল ইসলাম পুলিশ ভ্যানে উঠে কেন হাসছিলেন আমার জানা নেই। তবে বিষয়টি রহস্যজনক।
+ There are no comments
Add yours