বিয়ের দাবিতে প্রেমিকার সংবাদ সম্মেলন

Estimated read time 1 min read
Ad1

বাগেরহাটের চিতলমারীতে বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক প্রেমিকা।

গতকাল (৫ মে) বেলা ১২টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় প্রেমিকার বড় বোন উপস্থিত ছিলেন।

এর আগে চিতলমারীর ছন্দা রায় প্রেমিক বাগেরহাট সদর উপজেলার খালিশপুর গ্রামের অনিমেষের বাড়িতে গিয়ে অনশন করেন। সেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার, পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিরা গিয়ে তাকে অনিমেষের সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

এরপর শুক্রবার প্রেমিকের সঙ্গে শারিরীক সম্পর্কের কথা জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছন্দা রায়। তিনি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

২০২৩ সালের জানুয়ারি মাসে অনিমেষ ছন্দাকে বিয়ের খরচ বাবদ দুই লাখ টাকা দিতে বলেন। ছন্দা তাকে এক লাখ টাকা জোগাড় করে দেন। এরপর অনিমেষ ছন্দাকে তার বাড়িতে গিয়ে উঠতে বলে। ২ মে বিকেলে ছন্দা অনিমেষের খালিশপুর গ্রামের বাড়িতে গিয়ে ওঠেন এবং বিয়ের প্রসঙ্গটি তোলেন।

অনিমেষ তখন বাড়ি ছেড়ে পালায়। ছন্দা বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নেন। এ সময় অনিমেষের মা, ভাইসহ অন্যান্য লোকেরা ছন্দাকে গালিগালাজ করে টেনেহিঁচড়ে বাড়ি হতে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ছন্দা বিয়ের দাবিতে অনড় অবস্থানে থাকেন।

এ বিষয়ে বাগেরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যানের ফোন পেয়ে তার সঙ্গে ওই ছেলের বাড়িতে গিয়েছিলাম। চেয়ারম্যানসহ অন্যান্য লোকেরা মেয়েটিকে অনিমেষের সঙ্গে দুই সপ্তাহ পর বিয়ে দেওয়ার আশ্বাস দেয়। এরপর তিনি বাবার বাড়ি চলে যান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours