ঝিনাইদহে সাড়ে ৪ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই

Estimated read time 0 min read
Ad1

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া এলাকায় ৬ কৃষকের প্রায় সাড়ে ৪ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

আজ (৭ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফজলুর রহমানের জমির পানের বরজে আগুন ধরে। এ সময় একে একে ৬ কৃষকের পানের বরজে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৬ কৃষকের পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।

এতে ফজলুর রহমানের ১২ কাঠা, মিজার হোসেনের ১৪ কাঠা, রাজু হোসেনের ১৪ কাঠা, সুকুমার দাসের ১৫ কাঠা, স্মরিজৎ দাসের ১৫ কাঠা ও নিখিল দাসের ১৫ কাঠা জমির পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours