বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ (৭ মে) বিকেলে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি ভান্ডারিয়া যাওয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছিল বলে জানা যায়।
ঢাকা থেকে ছেড়ে আসা মিজান পরিবহনের একটি বাস ষাইটপাকিয়ার মেসার্স আনেয়ার ফিলিং স্টেশনের সামনে এসে উল্টে যায়। এ সময় বাসের অতিরিক্ত গতি ছিল জানিয়েছেন যাত্রীরা। ঘটনার পর বাসটির পিছনের অংশ দুমড়েমুচড়ে আড়াআড়িভাবে সড়কে পরে থাকে।
এ সময় বাসটিতে থাকা ৩০ জন যাত্রীর মধ্যে ২০ জন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, দুর্ঘটনার কবলিত বাসটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
+ There are no comments
Add yours