চট্টগ্রামে অবৈধভাবে সম্পদ অর্জন এবং অসৎ উদ্দেশ্যে সম্পদ গোপনের অভিযোগে এবিএম সাহাদাৎ হোসেন মজুমদার (৬২) নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ (৭ মে) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। একই অভিযোগে তার স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত এবিএম সাহাদাৎ হোসেন অবৈধভাবে ৬৮ লাখ ১৮ হাজার ২৮৭ টাকা উপার্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এছাড়া দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ১৮ লাখ ৩২ হাজার ৫২২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।
আবার সাহাদাৎ হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরী অবৈধভাবে ৭৫ লাখ ২৬ হাজার ৪৪৮ টাকা উপার্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয় এবং দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ২৭ লাখ ১ হাজার ৮০৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।
+ There are no comments
Add yours