আগামী ২৫ মে বৃহস্পতিবার সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে গতকাল মনোনায়ন প্রত্যাহরের শেষ দিনে যে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করছেন কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি।
যার ফলে চুড়ান্ত প্রার্থী চার জন। তারা হলো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন,আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাগরিক কমিটির মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) প্রার্থী আবুল কাশেম মাহমুদ।
নির্বাচনে ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৭০ জন, (২০১৯ সালে ভোট ছিল ২ লাখ ২ হাজার ৬৩৫ জন) ভোট কেন্দ্র রয়েছে ৭৯ টি তবে প্রস্তাবিত কেন্দ্র ৯৬ টি। আজ প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীদের প্রচার প্রচারনা শুরু হবে ২৩ মে রাত ১২ টা পর্যন্ত, ভোট গ্রহন করা হবে ২৫ মে। অন্যদিকে, নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে ভোট গ্রহণ হবে ব্যালটে।
কিন্তু ৪ প্রার্থীর মধ্যে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী ছাড়া বাকি তিনজন ৩ জন নির্বাচন কমিশনের কাছে ইভিএমে ভোট গ্রহণের আবেদন করেছন। বিদ্যুৎ বিভ্রাটের কথা ভোট ব্যাহত হওয়ার সম্ভাবনায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবেদন করেননি ইভিএমের জন্য।