ঝালকাঠিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার মালিককে ৯ লাখ টাকা জরিমানা ও তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গতকাল (৮ মে) জেলার নলছিটি ও কাঠালিয়া উপজেলায় দিনভর এ অভিযান পরিচালনা করে বরিশাল পরিবেশ অধিদপ্তর।
জেলার কয়েকটি ইটভাটায় কৃষিজমি কেটে তা দিয়ে ইট তৈরি করা হচ্ছে মর্মে খবর পেয়ে বরিশাল অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম বাসেদের নেতৃত্বে একটি টিম নলছিটি উপজেলার মগড়ে অবস্থিত এমএমডি ও মুন ইটভাটায় অভিযানে গেলে ঘটনার সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এমএমডি ইটভাটার মালিক বাকের হাওলাদারকে পাঁচ লাখ টাকা ও মুন ইটভাটার মালিক সাদ্দাম হোসেনকে চার লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) নেহের নিগার তনু।
+ There are no comments
Add yours