টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
আজ (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এই পরিস্থিতি আরও কিছু দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান।
এর আগে গত ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিল চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ এবং আরেক দিন দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। আজ আবার জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রি পেরিয়েছে।
+ There are no comments
Add yours