
ব্রিটিশ মেডিকেল এসোসিয়েশনের আমন্ত্রণে বার্মিংহাম মেডিকেল কলেজ ও রয়্যাল কলেজ অফ সার্জনসে অনুষ্ঠিতব্য সেমিনারে অংশগ্রহণ করতে যুক্তরাজ্য যাচ্ছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সহ-সভাপতি ডাঃ শেখ শফিউল আজম।
বুধবার (১০ মে) এ লক্ষ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সফরে তিনি নিউরো সাইন্স মেডিকেল হাসপাতালসহ লন্ডনের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন।
এছাড়া কার্ডিওলজিস্ট বিভাগে নিজ হৃদরোগের চিকিৎসা নিবেন। পরবর্তীতে চিকিৎসা বিষয়ক ও রয়েল কলেজ সোসাইটি হসপিটাল পেলো হিসেবে চিকিৎসকদের সাথে মতবিনিময় করবেন।
পরিশেষে লন্ডনের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সংক্রান্ত অগ্রগতি প্রসঙ্গে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবেন। উক্ত সফরের সফলতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
+ There are no comments
Add yours