বাগেরহাটে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)।
আজ (১২ মে) সকাল থেকে উপকূলের ১৪ স্টেশন থেকে সতর্কীকরণ মাইকিং করে ঝুঁকিপূর্ণ স্থান থেকে মানুষকে নিরাপদ স্থানে আসতে বলা হচ্ছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ খবর বাংলাকে বলেন, পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। উপকূলে সতর্কীকরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য কোস্ট গার্ডের হাই স্পিডবোট ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে বঙ্গোপসাগর, সুন্দরবনের নদ-নদী ও মোংলা বন্দরের পশুর চ্যানেলে চলাচলরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক, জেলে-মাঝিদের নিরাপদে সরে যেতে বলা হচ্ছে। ঘূর্ণিঝড় শেষ না হওয়া পর্যন্ত কোস্টগার্ডের এ প্রচারণা চলবে।
+ There are no comments
Add yours