অর্থের বিনিময়ে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের কমিটি দেওয়াসহ নানান অভিযোগ তুলে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য মোরশেদ আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
আজ (১৩ মে) দুপুরে নোয়াখালীর সেনবাগে ঈদ পরবর্তী তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু জাফর টিপু।
এ সময় আবু জাফর টিপু বলেন, তিনি (এমপি মোরশেদ আলম) টাকার বিনিময়ে আওয়ামী লীগের কমিটি দিচ্ছেন। তিনি ঘুষ, দুর্নীতি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত। তিনি ফ্রিডম পার্টি থেকে এসে আওয়ামী লীগের এমপি হয়েছেন। আমি নিজেই নৌকা পেয়েছিলাম কিন্তু তিনি ফ্রিডম পার্টির লোক দিয়ে সেনবাগ পৌরসভায় নৌকাকে হারিয়েছেন। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের কাছে অনুরোধ করছি, এই হাইব্রিড এমপিকে আগামীতে যেন মনোনয়ন না দেওয়া হয়। নৌকার মাঝির পরিবর্তন চাই। তিনি যদি আগামীতে মনোনয়ন পান তাহলে তৃণমূলের কেউ আগামীতে নির্বাচনে অংশ নেবে না।
মতবিনিময় সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আহমেদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূলে ক্ষোভ রয়েছে। আর এসব অনিয়ম মানা যাবে না। আমরা প্রতিবাদ জানাই। তিনি কোরআনের ভুল ব্যাখ্যা দেন। আমরা তারও প্রতিবাদ জানাই।
+ There are no comments
Add yours