লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড অর্ধশত ঘরবাড়ি

Estimated read time 0 min read
Ad1

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে প্রায় অর্ধশত ঘরবাড়িসহ গাছপালা লন্ডভন্ড হয়েছে।

গতকাল (১৫ মে) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলের কুটিরপাড় ও বালুরবাঁধ এলাকায় এসব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ (১৬ মে) সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

সকালে খবর পেয়ে চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার(ভুমি) রওজাতুন জান্নাত। ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশও দেন তিনি।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার আশ্বাস দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours