স্বপ্নীল স্বাধীনতা
সালেহা ভুঁইয়া মুন
কত মায়ের বুকের মানিক
কেড়ে নিয়ে স্বাধীনতা এসেছে
এ বাংলায়
কত লেলিহান শিখায়
পুড়েছে নগর-বন্দর-গ্রাম…
বেয়নটের খোঁচায় স্বাধীনতাকে নস্যাৎ করার কী ঘৃণ্য
প্রচেষ্টা ছিল নয় মাস জুড়ে…!
আকাশ-বাতাস বিদীর্ণ করে হায়েনার ঠা-ঠা হাসিতে প্রকম্পিত হয়েছে বাংলার
নদী-মাঠ-ক্ষেত…।
হন্তারক ঘুরেছে স্বজনের বেশে!
রক্তাক্ত জমিনে স্বজনের মৃতদেহ
খুবলে খেয়েছে শকুন…।
তবু যে চোখ স্বপ্ন বুনেছে স্বাধীনতার,
যে চোখে জ্বলেছে ঘৃণার আগুন,
সেই অগ্নিস্ফুলিঙ্গে ঘায়েল হয়ে পিছু হটেছে ঘাতক
স্বাধীনতা এসেছে
সোনার বাংলায়…।
+ There are no comments
Add yours