বঙ্গোপসাগরে কালবৈশাখীর কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের রত্নসেন দাশের মালিকানাধীন একটি ট্রলার ডুবে গেছে। এতে ১৪ জেলের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিহত জেলের নাম বিশ্বনাথ চন্দ্র দাশ। তিনি নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দা।
এফবি সাগর নামের ওই ট্রলারের মাঝি হিরা আহমদ বলেন, সোমবার (১৫ মে) রাতে আলী আকবর ডেইল মৎস্য ঘাট থেকে ১৪ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ ধরতে যায় ট্রলারটি।
মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে বাতাসের তোড়ে উল্টে যায়। এ সময় অপর জেলেরা সাগরে ছিটকে পড়লেও ট্রলারে আটকে যান জেলে বিশ্বনাথ চন্দ্র দাশ।
ট্রলারডুবির সময় আশপাশে থাকা মাছ ধরার ট্রলার এসে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে। এ সময় জেলে বিশ্বনাথের সন্ধান পাওয়া যায়নি। পরে বিশ্বনাথের মরদেহ ভাসমান অবস্থায় সাগরে পাওয়া যায়।
+ There are no comments
Add yours