বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ নিয়েছেন। আজ (১৭ মে) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শপথ নেওয়া নতুন সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, হেলালুদ্দিন আহমেদ, ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবসরপ্রাপ্ত কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে গত ১১ মে চারটি আলাদা আদেশে পিএসসির চারজন সদস্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে আদেশে বলা হয়েছে।
পিএসসির সদস্য হিসেবে শপথ নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত তারা পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন।
+ There are no comments
Add yours