ফরিদপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ইউপি সদস্যসহ তিনজকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর শুক্রবার (১৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিনো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডিক্রিরচর ইউনিয়নের ইউপি সদস্য ও আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের শহিদ বিশ্বাস (৪৭)। পিরোজপুরের নেছারবাগ উপজেলার সোহাগদল গ্রামের মো. নজরুল ইসলাম (৩৮) ও বরিশালের বানাড়িপারা উপজেলার বিসারাকান্দি গ্রামের মো. মোরসালিন (২০)।
শহিদ বিশ্বাসকে ডিক্রিরচর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান।
এ ব্যাপারে নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুজ্জামান বাদী হয়ে শুক্রবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলাটি তদন্ত করছেন নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ দেবনাথ।
+ There are no comments
Add yours