
প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা ক্যাম্পাসেই অনুষ্ঠিত হচ্ছে। আর এসব যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ে তৎপর কিছু অসাধু চালক।
বুধবার (১৭ মে) অতিরিক্ত ভাড়া দাবির দায়ে ৮ বাস ও এক সিএনজি চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট পুলিশ বক্সে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।
বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, অতিরিক্ত ভাড়া দাবি করায় ৮ বাস চালককে ৫০০ টাকা করে ৪ হাজার এবং এক সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভর্তি পরীক্ষার সময় কোনো পরিবহন বাড়তি ভাড়া দাবি করলে সাথে সাথে প্রশাসনকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান রইল।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours