
রাজধানীর বাড্ডায় ডিজে পার্টির আড়ালে মাদক বিক্রির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ (২০ মে) ডিএনসির মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) উপ-পরিচালক মো.মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো.আজাহারুল ইসলাম মোল্লা (৩৮), মো.মঈনুল ইসলাম চঞ্চল (৩০), রুস্তম আলী (৪৫), পিরস চিসিম (২৪)।
মো.মাসুদ হোসেন জানান, শুক্রবার রাতে রাজধানীর বাড্ডায় সান ভ্যালী স্বদেশ প্রোপার্টিজের আবাসনের নাটমেগ খেলার মাঠে আয়োজিত ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮ বোতল ক্রাউন বেভারেজের হান্টার বিয়ারের বোতল এবং পার্টিতে ব্যবহৃত ৭৬টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
+ There are no comments
Add yours