প্রধানমন্ত্রীর দেওয়া ২৫০০ কোটি টাকায় ঘুরে দাঁড়াচ্ছে চট্টগ্রাম

Estimated read time 0 min read
Ad1

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনা মহামারির মধ্যে মেয়র হওয়ার পর আমি প্রধানমন্ত্রীকে চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে অবগত করলাম। ওনাকে বললাম, আমাকে আড়াই হাজার কোটি টাকা দিন, আমি চট্টগ্রামকে বদলে দেব।

শনিবার (২০ মে) সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হালিশহর ওয়ার্ডের গাজী হালদা সড়কের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আমাকে চসিকের ইতিহাসের সবচেয়ে বড় আড়াই হাজার কোটি টাকার প্রকল্প তো দিলেনই, সঙ্গে পুরো প্রকল্পের টাকা সরকারি ফান্ড থেকে দিলেন। বকেয়ায় ধুঁকতে থাকা চট্টগ্রামের উন্নয়ন এ প্রকল্পের মাধ্যমে ঘুরে দাঁড়াল।

এর আগে, মেয়র ২ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের মতি তালুকদার বাড়ি রোডের উদ্বোধন করেন। এই সড়কটি না থাকায় স্থানীয় এলাকাবাসীর বর্ষাকাল কাটতো চরম ভোগান্তিতে।

ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসমাইল বিষয়টি মেয়র রেজাউলকে অবহিত করলে ড্রেনেজ সিস্টেমসহ পর্যাপ্ত পরিমাণ উঁচু করে এ সড়কটি নির্মাণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, মো. ইলিয়াছ, কাজী নুরুল আমিন, সংরক্ষিত নারী কাউন্সিলর হুরে আরা বেগম এবং নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিনসহ প্রমুখ।

এম আই রাফি

বৈশিষ্ট্য সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours