পটুয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির পূর্ব নির্ধারিত জনসমাবেশ পণ্ড হয়ে গেছে। সংঘর্ষে দুই সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
আজ (২০ মে) সকাল ১০টার দিকে শহরের কলেজ রোড থেকে সিঙ্গারা পয়েন্ট পর্যন্ত সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ ও তিনটি টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়।
এদিকে দুই পক্ষই দাবি করছে তাদের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় মাইটিভির সাংবাদিক মশিউর রহমান বাবলু ও সময় টিভির ক্যামেরাম্যান সুজন দাশ ইটের আঘাতে আহত হন। অন্য আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব সেহাংশু সরকার কুট্টি বলেন, এই সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে এবং পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে এই কর্মসূচি বন্ধ করার জন্য। পুলিশ আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। এতে করে আমাদের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বলেন, আজ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে আসার পথে তাদের ওপর আতর্কিত হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমাদের সাত থেকে আটজন আহত হয়েছেন।
+ There are no comments
Add yours