নেত্রকোণায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

Estimated read time 0 min read
Ad1

নেত্রকোণায় আকস্মিক ঝড়ে বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল (২১ মে) বিকেলে জেলার সদর উপজেলা, খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেলে এমন ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, রোববার বিকেল ৪টার দিকে আকস্মিকভাবে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। এতে কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উড়ে যায় বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চাল।

ক্ষতিগ্রস্ত হয় মৌসুমী ফল ও সবজি। এছাড়া এসব এলাকার পল্লীবিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে যায়। এ অবস্থায় ওইসব এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) মো. রাজিব হোসেন বলেন, ক্ষয়ক্ষতির তালিকা দিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বলা হয়েছে এবং পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও উপজেলা প্রশাসনের লোকজন মাঠে কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours