ছেলেকে কারাগারে দেখতে গিয়ে বাবার মৃত্যু

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে রাশেদ মাতুব্বর (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল (২২ মে) দুপুরে এই ঘটনা ঘটে।

রাশেদ মাতুব্বর জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলিবেড়া গ্রামের মৃত রবুল্লা মাতুব্বরের ছেলে।

জানা যায়, গত ৩ মে ধর্ষণ মামলায় ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাশেদ মাতুব্বরের ছেলে লিটন মাতুব্বরকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

গতকাল সোমবার দুপুরে রাশেদ মাতুব্বর কয়েকজন স্বজনসহ ফরিদপুর জেলা কারাগারে তার ছেলেকে দেখতে যান। ছেলেকে কারারুদ্ধ অবস্থায় দেখে অসুস্থ হয়ে পড়েন বাবা। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশে তাকে (লিটন মাতুব্বর) মুক্তি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.