অস্ত্র মামলায় চার যুবকের ১০ বছরের কারাদণ্ড

Estimated read time 1 min read
Ad1

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় চার যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ (২৫ মে) সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা জাহান এ রায় দেন। রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাতে শাহজাদপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদক উদ্ধারে অভিযান চলায় পুলিশ। এ সময় পুলিশ খবর পায় তালগাছি বাজারে করতোয়া ডিগ্রি কলেজ গেটে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে।

সেখানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম, আসাদুল, দুলাল সরকার ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় পাইপগান ও চারটি কার্তুজের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত এ রায় দেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours