সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাকশ্রমিকের

সাভারে কারখানা ছুটি শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ চন্দ্র (৩৭) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

গতকাল (২৫ মে) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক ও আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ হারুন ওর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পলাশ চন্দ্র পিরোজপুরের মঠবাড়িয়া থানার বেতমোর গ্রামের মাখন লাল চন্দ্রের ছেলে। তিনি আশুলিয়ার জালালাবাদ এলাকার আজিজের বাড়িতে ভাড়া থেকে খেজুরবাগানের এপিক গ্রুপ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক ও আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ হারুন ওর রশিদ ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত পোশাকশ্রমিকের মোবাইল ফোন ও মানিব্যাগ তার পকেটেই ছিল।

তার কোনোকিছু খোয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে। আমরা ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহসহ খুনিদের শনাক্তে কাজ করছি। আশা করি খুনিরা শিগগিরই ধরা পড়বে।

Leave a Reply

Your email address will not be published.