গার্মেন্টস শ্রমিকদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করা এবং প্রতিটি কারখানায় রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামের একটি শ্রমিক সংগঠন।
আজ (২৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ ও লাল পতাকা মিছিল থেকে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান ঊর্ধ্বগতির বাজারে স্বল্প বেতনে গার্মেন্টস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তাদের এই দুঃখ দেখার যেন কেউ নেই। মালিকপক্ষ কখনোই শ্রমিকদের দুঃখ কষ্ট দেখে না, এই লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকরা যে কীভাবে তাদের সংসার পরিচালনা করছে তা অন্য কেউই উপলব্ধি করতে পারছে না।
তাই গার্মেন্টস শ্রমিকদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি। সেইসঙ্গে প্রতিটি কারখানায় রেশনিং ব্যবস্থা চালু করারও দাবি জানান তারা।
+ There are no comments
Add yours