অনুমতি না নিয়ে তায়েফ ভ্রমণ করায় সাত কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সৌদি আরবের বাংলাদেশ হজ অফিস।
গতকাল ধর্ম মন্ত্রণালয় থেকে কর্মকর্তা-কর্মচারীদের আলাদা আলাদাভাবে এ নোটিশ দেওয়া হয়।
এসব কর্মকর্তা-কর্মচারীরা হজের প্রশাসনিক সেবায় সৌদি আরব গেছেন। কিন্তু তারা হাজিদের সেবা না করে নিজেদের মতো করে বাইরে যাচ্ছেন। ফলে হজের সার্বিক শৃঙ্খলার সমস্যা হচ্ছে। এজন্য তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তবে শুক্রবার সাতজনের দায়িত্ব পালনের জন্য খোঁজ করা হলে জানা যায় যে, তারা কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মস্থলের বাইরে তায়েফে চলে যান।
যাদের কারণ দর্শাতে বলা হয়েছে তারা হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমান ও শাহেনা খানম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোক প্রশাসন কম্পিউটার কেন্দ্রের (পিএসিসি) রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মো. লিয়াকত আলী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. নুর ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক লাইজু আক্তার, পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রহিমা আক্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোছা. জাহান আরা বেগম।
+ There are no comments
Add yours