কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে গর্ভকালীন স্বাস্থ্য সেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৮ মে) দিনব্যাপি হাতিয়া ইউনিয়নের হিজলি তোপপাড়া কমিউনিটি ক্লিনিক মাঠে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম আয়োজিত সলিডারিটি ও বাংলাদেশের হেলথ ওয়াচের সহযোগিতায় গর্ভকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন এবং উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইউনুস আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেহেরুল ইসলাম, বিশেষ কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ মোজাম্মেল হক।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লুবানা ও মিডওয়াইফ খাদিজা ৮৫ জনকে গর্ভকালীন চেকআপ করেন এবং রক্তের গ্রুপ পরীক্ষা করেন কুড়িগ্রাম বক্ষব্যাধি ক্লিনিকের টেকনোলজিস্ট আতাউর রহমান।
+ There are no comments
Add yours