রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলি সরবরাহকালে গ্রেপ্তার ২

Estimated read time 1 min read
Ad1

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকালে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও ৫০ রাউন্ড রাইফেলের গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) মো. রাসেল রোববার (২৮ মে) রাতে উখিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো. জাবের (২০) ও ক্যাম্প-৪ এর মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours