সিলেট নগরীর লালাদিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- স্থানীয় শাহজাহান আজিজ কলোনির বাসিন্দা দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭) এবং লালাদিঘির পশ্চিমপাড়ের তোতা মিয়া কলোনির রিকশাচালক মামুন মিয়ার মেয়ে তাইবা (৭)।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, লালাদিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours