রাতের আঁধারে জঙ্গলে নিয়ে র‌্যাগ, জাবির ১১ শিক্ষার্থীকে শোকজ

Estimated read time 1 min read
Ad1

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক(জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের রাতের আঁধারে জঙ্গলে ডেকে নিয়ে র‌্যাগ দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় বর্ষের ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে।

এ অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের শোকজ করা হয়েছে। আজ (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, রোববার (২৮ মে) রাত ১১টা থেকে ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিডনি ফিল্ড-সংলগ্ন এলাকায় র‌্যাগিংয়ের ঘটনা ঘটে। গোপনে খবর পেয়ে ওই জঙ্গলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য সহকারী অধ্যাপক এস এম এ মওদুদ আহমেদ ও মো. রনি হোসাইন।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের নূর ইসলাম, মো. আবদুস ছবুর, প্রিন্স কুমার রায়, খন্দকার মোয়াজ ইসলাম,  মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থী মিঠুন রায়, মো. তানভীর ইসলাম, চিরঞ্জীত মন্ডল, এ বি এম আব্দুল্লাহ আল কাফি, আহমেদ ইজাজুল হাসান আরিফ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মো. রাসেল হোসাইন ও মো. জোবায়েদ হাসান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

এ বিষয়ে অভিযুক্ত এ বি এম আব্দুল্লাহ আল কাফি বলেন, আমাদের ডিপার্টমেন্টের জুনিয়রদেরকে ডাকা হয়েছিল। আমরা ৫০ ব্যাচের ১০-১২ জন ছিলাম। এর মধ্যে ছিল নূর ইসলাম, তানভীর ইসলাম, মো. আবদুস ছবুর, প্রিন্স কুমার রায়, আহমেদ ইজাজুল হাসান আরিফ, চিরঞ্জীত মন্ডল, মো. রাসেল হোসাইন, সিজান, খন্দকার মোয়াজ ইসলাম ও মিঠুন রায়। এ সময় ওদেরকে র‍্যাগ দেওয়া হয়, তবে আমি দেয়নি। আমি ভুল স্বীকার করছি আর এমনটা হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, রাতেই আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। আজকেই অভিযুক্তদের শোকজ করা হয়েছে। র‌্যাগিংয়ের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours