পাবনার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ১৪৯ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ ‘এমভি আনকা স্কাই’।
আজ (২৯ মে) সকালে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ২৮ এপ্রিল রাশিয়ার নোভোসিবিরস্ক বন্দর থেকে জাহাজটি মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জাহাজের মালামাল খালাস করা শেষ হবে। এরপর মালামালগুলো সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এর আগে গত ৩ এপ্রিল রাশিয়ার নোভোসিবিরস্ক বন্দর থেকে ১ হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিক টন পণ্য নিয়ে আনকা সুন নামে আরও একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছায়।
+ There are no comments
Add yours