উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীর হাতে অপহরণের ৮ঘন্টা পর সিপিপি’র সদস্য উদ্ধার

Estimated read time 0 min read
Ad1

উখিয়া প্রতিনিধি :

উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘চাঁদার দাবিতে’ অপহৃত ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেন (৩৬)কে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে তাকে উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো: হেমায়েতুল ইসলাম এ সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সিপিপি মোহাম্মদ হোসেনকে অপহরণ করে রোহিঙ্গারা। এরপর স্বজনদের নিকট থেকে মোবাইল ফোনে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নানামুখি তৎপরতা শুরু করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টায় ৮ ঘন্টার মাথায় উদ্ধার করতে সক্ষম হয় তারা।

ঘটনায় জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানান অধিনায়ক মো: হেমায়েতুল ইসলাম।

ভিকটিম মোহাম্মদ হোসেন উখিয়ার বাসিন্দা এবং কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours