পায়ুপথে ছিল ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ

Estimated read time 0 min read
Ad1

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় তিনজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর পায়ুপথ হতে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

আজ (২৯ মে) সকালে বেনাপোল চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩২০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭৪ লাখ।

আটকরা হলেন, গোপালগঞ্জের লোহাচুড়া গ্রামে আমজেদ মোল্লার ছেলে রনি আহম্মেদ (৪৪), একই গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) ও ফরিদপুরের বানেশ্বরদী গ্রামের মোশারফ মিয়ার ছেলে হাবিব (৩৭)।

তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে ওই আটক তিনজনের পায়ু পথ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

আটক তিন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে স্বর্ণ পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours