চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় আজাদুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ (২৯ মে) রাঙ্গামাটির কোতোয়ালি থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নগরের কদমতলী থানা এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আবু তাহের রাজীব (২৩), দেলোয়ার হোসেন জয় (২৭), রায়হান সজীব (২২) ও আবুল হাসনাত রানা (৩০)।
র্যাব জানায়, গত শনিবার (২৭ মে) রাতে এক ব্যক্তি নগরের পাহাড়তলী থানার নয়াবাজার এলাকায় প্রস্রাব করতে যান। এতে ওই জায়গার কেয়ারটেকার মফিজ তাকে বাধা দেন। সেসময় ক্ষিপ্ত হয়ে সেই ব্যক্তি কেয়ারটেকার মফিজকে বলেন, ‘এটা সরকারি জায়গা, তুই বাধা দেওয়ার কে’।
একপর্যায়ে আসামি আবু তাহের রাজীব, ওসমান ও আবুল হাসানসহ কয়েকজন অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে ঘটনাস্থলে পৌঁছে কথা কাটাকাটিতে লিপ্ত হয়।
এদিকে বড় ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির আওয়াজ শুনে মফিজের ভাই আজাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে তর্কাতর্কি করেন। পরবর্তী সময়ে আসামিরা আজাদদের দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
+ There are no comments
Add yours