সংবাদকর্মী খোকনকে হত্যার হুমকি : ভূমিদস্যু আজগরের বিরুদ্ধে থানায় জিডি

Estimated read time 1 min read
Ad1

সোনাগাজী সংবাদদাতা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী শাখার দপ্তর সম্পাদক,সাবেক সহ সভাপতি সোনাগাজী প্রেসক্লাব ও দৈনিক লাল সবুজের দেশ’র সোনাগাজী প্রতিনিধি মো: মহিউদ্দিন খোকনকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে বস্তাবন্দি করার হুমকি দেওয়ায় সোনাগাজী পৌরসভার ৪নং ওয়ার্ডের পান্ডব বাড়ীর আবদুল হাদীর ছেলে ভূমিদস্যু মোঃ আজগরের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে ২৮ মে রবিবার সাধারণ ডায়েরী (যাহার নং- ১৬০২) করেন ভুক্তভোগী।

সাংবাদিক মহিউদ্দিন খোকন বলেন, ভূমিদস্যু আজগরের সাথে বিষয় আশয় নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত ২৭মে সকালে সোনাগাজী মুক্তিযোদ্ধা কমপ্লক্সের ২য় তলায় নিউজ পয়েন্টে (সাংবাদিক অফিস) ভূমিদস্যু আজগর উপস্থিত হয়ে আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন উসকানি মূলক কথাবার্তা ও গালমন্দ করতে থাকলে আমি আজগরকে গাল মন্দ করতে বারণ করায় সে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমাকে কেটে টুকরা টুকরা করে লাশ বস্তাবন্দি করে পুড়িয়ে ফেলার ও আমাকে কোথাও পাইলে হাত-পা কেটে টুকরা টুকরা করে ভাগ বসাবে বলে প্রকাশ্য হুমকি- ধমকি প্রদান করে।

তিনি আরো বলেন, আজগরের অব্যাহত হুমকিতে আমি ও আমার পরিবার পরিজন নিয়া চরম নিরাপত্তা হীনতায় আছি। ভূমিদস্যু আজগর দ্বারা যে কোনো মুহুর্তে আমার আর্থিক, সামাজিক, মানসিক ও প্রাণনাশের ক্ষতি সাধিত হতে পারে। তাই আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি। মোঃ আজগর অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এমন কিছুই করিনি।

জিডির বিষয়েও আমি কিছু জানি না। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours