রাবিতে প্রক্সি দিতে গিয়ে বিসিএস কর্মকর্তা আটক

Estimated read time 1 min read
Ad1

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৩৮তম বিসিএসের এক নন-ক্যাডার কর্মকর্তা আটক হয়েছেন।

গতকাল (৩০ মে) ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে পুলিশ তাকে আটক করে। আজ (৩১ মে) রাবির শহিদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার বিজয় বসাক।

আটককৃত ওই কর্মকর্তার নাম আব্দুল হালিম শেখ। তিনি বর্তমানে বরিশালের গৌরনদীতে সহকারী উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন পরীক্ষায় জালিয়াতি ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে ৭ জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার সকালে ছাত্রলীগ নেতা শান্তসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম নগরীর মতিহার ও চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মামলাগুলো দায়ের করেন। তাদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours