নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাচুড়ি গ্রামের আনসার শেখের বাড়ির সামনের খাল পাড়ে চাচুড়ি ও ফুলদাহ গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক সাইফুল ইসলাম, বিপ্লব ফকির (৪০), রমজান বেগ (৪০), শুকুর মোল্যা (৪৫), হাবিব মোল্যা (২০) সাহাবুউদ্দিন (৪০), আব্দুল্লাহ (৩৫), মিল্টন মোল্যা (৩৮), মুহিদ মোল্যা (৫০), খাইরুল মোল্যাসহ (৩৫) অন্তত ১২ জন। আহতরা নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের একাংশের নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া সমর্থিত সাবেক শিক্ষক ফসিয়ার মোল্যা। অন্যদিকে চাচুড়ি ইউনিয়নের চাচুড়ি গ্রামের নেতৃত্ব দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি সমর্থিত সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা।
নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিতে যে বা যারাই নেতৃত্ব দিক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।
+ There are no comments
Add yours