মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু : ফারিয়া

Estimated read time 1 min read
Ad1

‘মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু’ বলে মনে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্যই করেছেন তিনি।

ফারিয়া বলেন, কেউ আপনাকে অ্যাবিউজ করলো, সামাজিক/পারিবারিক কারণে আপনি চুপ থাকলেন, কোনো একটা পয়েন্টে হয়তো দেখবেন ছেলে উল্টো ভিকটিম সেজে অন্যদের করুণা নিচ্ছে এবং কিছু মানুষ আছেন যারা সেটাকে সমর্থনও করে!

কাউকে মিথ্যা অপবাদ দেওয়া মজার কোনো বিষয় না। তা স্মরণ করে ফারিয়া বলেন, ‘কাউকে মিথ্যা অপবাদ দেয়া, সেটাকে সমর্থন করা কখনো মজা না। যে দেশে ধর্ষণ হলে মেয়েদের বলা হয়- সমস্যা মেয়ের, ডিভোর্স হলে বলে নিশ্চয়ই মেয়ের কোনো সমস্যা ছিল, সেই দেশে একজন নারীকে নিয়ে আরেকজন নারী মিথ্যা ছড়াবে, এটা অস্বাভাবিক কিছু না। আপনি জানেন না আগামীকাল আপনার জন্য কী অপেক্ষা করছে, কর্মই বাস্তব।’

সবশেষ ফারিয়া বলেন, সত্যি বলতে আমি চাই না, আমার মতো অন্য নারী ভুক্তভোগী হোক, এমনকী আমি বিচারও চাইতে পারিনি। কারণ আমি তথাকথিত ‘পাবলিক ফিগার’ এবং মানুষ আমাকে বিচার করবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours