ঈদযাত্রায় যুক্ত হবে ভারতের ৪ লোকোমোটিভ

Estimated read time 1 min read
Ad1

আগামী ২৯ জুনকে ঈদুল আযহার দিন ধরে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রার ব্যবস্থাপনা ঠিক করছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশকে ডিজেল চালিত ২০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) অনুদান হিসেবে দেয় ভারত। গত ২৩ মে সন্ধ্যার দিকে সেগুলো বাংলাদেশে আনা হয়।

৩ হাজার ৩০০ হর্সপাওয়ারের লোকোমোটিভগুলোর অ্যাক্সেল লোড ১৯.৫ টন এবং গড় বয়স ৮-১০ বছর।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, লোকোমোটিভগুলো এনে প্রথমে দর্শনা ইয়ার্ডে রাখা হয়। সেখান থেকে ঈশ্বরদী লোকোশেডে আনা হয়। পরে ২টি লোকোমোটিভ নেওয়া হয় দিনাজপুরের পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা)। সেখানে লোকমোটিভগুলোর রং পরিবর্তন করা হচ্ছে।

এর আগে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে মোট ৬৫টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪০টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ২৫টি) বিজি যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ২১৮টি (পূর্বাঞ্চল ১১৬টি ও পশ্চিমাঞ্চল থেকে ১০২টি) লোকোমোটিভ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours