
কুমিল্লার হোমনায় ট্রাকচাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীমদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হোমনা উপজেলার হোমনা পূর্বপাড়া গ্রামের সজল সরকারের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও তার এক বছরের মেয়ে সাদিয়া।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে বলেন, শনিবার সকালে ফেরদৌসী আক্তার তার একমাত্র মেয়ে সাদিয়াকে নিয়ে স্বামীর বাড়ি থেকে অটোরিকশাযোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীমদ্দি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে তাদের অটোরিকশাটি হেলে পড়ে।
এ সময় ফেরদৌসী আক্তার ও তার কোলে থাকা মেয়ে সাদিয়া ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours