শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আমজাদিয়া একাডেমির অফিস সহকারী মাসুদুর রহমানের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত অফিস সহকারীর বিচার দাবি করে বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা।
আজ (৪ জুন) দুপুরে শিক্ষার্থীরা পদ্মা সেতু দক্ষিণ থানা ঘেরাও করলে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে স্কুলে ফিরে যায় শিক্ষার্থীরা।
জানা যায়, জাজিরা উপজেলার নাওডোবা বাজারের আমজাদিয়া একাডেমির অফিস সহকারী মাসুদুর রহমান গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। পরে স্কুলের অন্য শিক্ষার্থীদের চেষ্টায় ওই ছাত্রী রক্ষা পায়। পরদিন ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করে।
বৃহস্পতিবার শিক্ষার্থীরা স্কুলের সভাপতি ও নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে। পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত মাসুদুর রহমানকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করে। আর ঘটনাটি তদন্ত করার জন্য ছয় সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়।
+ There are no comments
Add yours