আওয়ামী লীগের মূল্যায়ন সভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ৬

Estimated read time 1 min read
Ad1

গাজীপুরে গাছা থানা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।

গতকাল (৫ জুন) সকালে মোল্লা কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন, গাছা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাসান উদ্দিন মাস্টার, ৩৪নং ওয়ার্ড যুবলীগ নেতা এমারত হোসেন, মৎস্যজীবী লীগ নেতা আশিকুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন, দলের সমর্থক রমজান আলী ও রফিকুল ইসলাম।

গাজীপুর সিটি নির্বাচনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পরাজিত হওয়ার পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে গত ৩১ মে থেকে নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভার আয়োজন করা হয়। সোমবার ছিল গাছা থানা আওয়ামী লীগের সভা। আগামী ৮ জুন এ মূল্যায়ন সভা শেষ হবে।

সভায় নেতাকর্মীদের শান্ত করতে নিজেই মাইক হাতে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান। তিনি বলেন, যেকোনো সভায় এ ধরনের হট্টগোলের অর্থ হলো দলের ক্ষতি করা। এটা আমাদের জন্য দুঃখজনক। একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে লজ্জাজনক। তবে কিছু সময় পর উপস্থিত নেতাকর্মীরা শান্ত হয়।

আজমত উল্লা খানকে গত রোববার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকায় মোল্লা কনভেনশন সেন্টারে বেলা সোয়া ১১টায় শুরু নির্বাচন-পরবর্তী মূল্যায়ন সভা। সভার শুরুতেই বক্তব্য দেওয়ার জন্য স্থানীয় এক নেতার নাম ডাকা হয়।

 তিনি আরও বলেন, ৩৮নং ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থীর সভায় আমাদের একজন কর্মী নৌকার পক্ষে ভোট চাওয়ায় এক নেতা তাকে শুধু মাইরটাই বাকি রেখেছে। আমার কাছে সব তথ্য আছে। আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। যাতে আগামী দিনে কেউ আবার আমাদের মধ্যে ঢুকে বিভ্রান্তি করে আবার নৌকাকে না হারিয়ে দিতে পারে।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন বলেন, পূর্ব থেকেই আইনশৃঙ্খলা বজায়ের স্বার্থে সেখানে পুলিশ দায়িত্ব পালন করছিল। হঠাৎ সেখানে সাময়িক সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। তবে কেউ আহত হওয়ার খবর আমরা পাইনি

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours