গাজীপুরের শ্রীপুরে চালক বাবার কন্টেইনারবাহী লড়ির চাকায় পিষ্ট হয়ে তন্ময় হোসেন মেহেদী নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল (৫ জুন) দুপুরে শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামে ভিকার ইলেকট্টনিক্স কারখানার ভেতরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী কুমিল্লা জেলার সদর থানার মিজানুর রহমান বাবলুর ছেলে। তিনি কন্টেইনারবাহী লড়িচালক বাবার সহকারী হিসেবে কাজ করতেন।
মেহেদীর বাবা মিজানুর রহমান জানান, গাড়ি থেকে মাল নামানো শেষে তিনি গাড়ির ভেতর ও ছেলে গাড়ির নিচে ঘুমিয়ে ছিলেন। দুপুরে গেট পাস আনতে বলে ছেলে মেহেদীকে ঘুম থেকে ডেকে তুলে তিনি আবার ঘুমিয়ে পড়েন।
এদিকে মেহেদীও আবার ঘুমিয়ে পড়েন। পরে মিজানুর ঘুম থেকে উঠে মেহেদীকে দেখতে না পেয়ে কারখানার ভেতর থেকে গাড়ি বের করতে গেলে গাড়ির নিচে ঘুমিয়ে থাকা ছেলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
+ There are no comments
Add yours