বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট বিনিয়োগ সেবা গ্রহণ করতে হবে। বিডা ইতোমধ্যে বিনিয়োগকারীদের স্মার্ট বিনিয়োগ সেবা প্রদান করছে।
আজ (৭ জুন) সিলেটের হোটেল রোজ ভিউতে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাহমিন আহমেদ বিডাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি ছিল বিনিয়োগের স্বার্থে একটি স্মার্ট ওএসএস ব্যবস্থার প্রবর্তন করা।
বিডা তাদের কাজ করছে, এখন আমাদের বিনিয়োগের সেবাগুলো ওএসএসের মাধ্যমে গ্রহণ করতে হবে ও অন্য বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট স্বর্ণলতা রায় ও দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাহমিন আহমেদসহ আরও অনেকে।
+ There are no comments
Add yours