প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

Estimated read time 1 min read
Ad1

গোপালগঞ্জের কাশিয়ানীর ১০৮নং ব্যাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া আক্তারের বিরুদ্ধে বিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা।

অভিযোগে বলা হয়, সুফিয়া আক্তার ওই বিদ্যালয়ে যোগদান করার পর থেকে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নায়েব খান ও বর্তমান সভাপতি তার (নায়েব খান) স্ত্রী ফাতেমা বেগমের স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের আর্থিক লেনদেন পরিচালনা করেছেন।

এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ, বিদ্যালয়ের ফ্যান নিজ বাড়িতে নিয়ে ব্যবহার ও ল্যাপটপ তার ভাইকে ব্যবহার করতে দিয়েছেন। এমনকি শিক্ষার্থীদের গান শেখান জন্য সাবেক সভাপতির দেওয়া হারমোনিয়াম ও তবলা বিক্রি করে দিয়েছেন তিনি।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফাতেমা বেগম বলেন, প্রধান শিক্ষকের কিছু সমস্যা আছে। তাকে এসব বিষয়ে বেশ কয়েকবার শোধরানোর জন্য বলেছি। কিন্তু তিনি শোধরাননি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours