লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে আর কে শিল্পালয়ে ডাকাতির ঘটনায় ৩টি মামলা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় আটক মনছুর ও সজিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, বিষ্ফোরণ, ডাকাতি এবং পালানোর সময় পিকআপভ্যান চাপায় পথচারী সফি উল্যা নিহতের ঘটনায় ৩টি মামলা হয়েছে।
প্রত্যেকটিতে ৩ জনের নাম উল্লেখ ও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আটক নরসিংদীর মুনছুর ও বরগুনার সজিবকে ৩ মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। এছাড়া ডাকাতরা দ্রুত পালানোর সময় শহরের ইটের পুল এলাকায় পিকআপভ্যান চাপায় পথচারী সফি উল্যার মৃত্যুর ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা দায়ের করেন। ইটের পুল এলাক থেকে লোকজন নরসিংদীর মুনছুর ও বরগুনার সজিবকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
অন্যদিকে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ। এসময় তিনি জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
+ There are no comments
Add yours