লক্ষ্মীপুরে বন্ধ সব স্বর্ণের দোকান

Estimated read time 1 min read
Ad1

লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে দোকানে ঢুকে ব্যবসায়ী অপু কর্মকারকে কুপিয়ে স্বর্ণালংকার লুটের ঘটনায় ধর্মঘট ও মানববন্ধনের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।

আজ (১২ জুন) জেলার সব সোনার দোকান বন্ধ রয়েছে। এদিন বিকেল ৩টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করে।

এদিকে ডাকাতির ঘটনা গ্রেপ্তার আসামি সজিব ও মুনছুর লক্ষ্মীপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার তারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু ইউছুফের কাছে এ জবানবন্দি দেন।

সজীব বরগুনা জেলার বামনা থানার খুসনিছড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও মুনসুর নরসিংদী জেলার মাধবদী থানার বাগবাড়ি এলাকার মৃত আজিজুলের ছেলে।

থানা পুলিশ জানায়, ৭ জুন রাত ৮টার দিকে পিকআপ ভ্যানে করে একদল ডাকাত এসে ককটেল ফাটিয়ে শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে আর কে জুয়েলার্সে ঢোকে।

এসময় তারা মালিক অপু কর্মকারকে কুপিয়ে আহত করে ২০-২২ ভরি স্বর্ণ লুটে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আহত ব্যবসায়ীর ছেলে প্রান্ত কর্মকার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও অচেনা আরও ৭-৮ জনকে আসামি করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours