
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বেতকা চৌরাস্তায় অটোরিকশার চালকদের কাছ থেকে পুলিশের চাঁদা আদায়ের অভিযোগে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে।
টঙ্গিবাড়ী, লৌহজং, সিরাজদিখান, শ্রীনগর উপজেলা হতে মুন্সীগঞ্জ সদরে যাতায়াতের প্রধান সড়কটি আজ সোমবার (১২ জুন) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ করে রাখায় এতে ভোগান্তিতে পরে হাজারো যাত্রী।
পরে টঙ্গিবাড়ী থানা পুলিশ ও মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ ইনেসপেক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটো চালকদের বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অররোধকারী চালকরা অবরোধ তুলে নেন। চালকের দাবি রাস্তায় অটো চালকদের জরিমানা ও কোনো হয়রানী করা যাবে না।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি রাজিব খান বলেন, অটোরিকশাচালকরা রাস্তা অবরোধ করলে আমরা তাদের বিষয়টি দেখার আশ্বাস দিলে এবং তাদের অযথা কেউ হয়রাণি করবেনা প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা রাস্তা ছেড়ে চলে যায়। এ ব্যাপারে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের মোবাইলে ফোন দিলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়।
+ There are no comments
Add yours