খবর ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী – মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙ্গামাটির সাজেক থেকে বান্দরবানের থানচি পর্যন্ত ৩০০ কিঃমিঃ “বঙ্গবন্ধু ট্যুর-ডি-সিএইচটি এমটিবি বাইক রেস” এর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাল (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গামাটির সাজেকে প্রতিযোগিতা উদ্বোধন করবেন।
তরুন প্রজন্মকে দেশীয় বিভিন্ন ক্রীড়া ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়া, অ্যাভভেঞ্চার ক্রীড়ার মাধ্যমে সুস্থ্য দেহ ও সুন্দর মনের অধিকারী জীবন যাপনে সহায়তা এবং বিশ^ব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়া কমিয়ে আনতে উৎসাহ দেওয়া এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। এর অন্যান্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে পাহাড়ে নতুন মাত্রা সংযোজন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অ্যাডভেঞ্চার ক্রীড়া পর্যটনকে অগ্রসর করা , আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ সৃষ্টি করা, নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সক্ষমতা বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গড়া প্রভৃতি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, পার্বত্য জেলা পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
আকর্ষণীয় এ প্রতিযোগিতা শুরুর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সাজেক এর হেলিপ্যাড় সংলগ্ন স্থানে প্রতিযোগিতার স্টার্টিং পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। আজ সকালে খাগড়াছড়িতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ১০০ জন প্রতিযোগি ইতোমধ্যে সাজেক এসে পৌঁছেছেন। রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন দিয়ে সাজেক এলাকা সাজানো হয়েছে। সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া প্রতিযোগিতা উদ্বোধনের পর পাহাড়ী শিল্পীদের অংশগ্রহনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া থাকবে নানা আয়োজন। প্রতিযোগিতাটি ইতোমধ্যে সাজেক অঞ্চলের সাধারণ মানুষ এবং এখানে বেড়াতে আশা বিপুল সংখ্যক পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিযোগিতায় ইনডিভিজুয়াল টাইম ট্রায়াল পদ্ধতির মাধ্যমে পর্যায়ক্রমে ২৫ জন প্রতিযোগি সামনে অগ্রসর হবে। তাদের সাথে থাকবে বাংলাদেশ সাইকেল ফেড়ারেশনের ৮ জন বিচারক, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী, রেডক্রিসেন্ট, স্কাউট, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বিজিবি।
আজ দুপুরে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তথ্যমন্ত্রী সাজেক এসে পৌঁছেছেন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সফিকুল আহম্মদ তথ্যমন্ত্রীর সাথে ছিলেন। খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা তথ্যমন্ত্রীকে সাজেকে স্বাগত জানান। এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ও সদস্য সচিব আশীষ কুমার বড়–য়া, উপসচিব সজল কান্তি বণিক, রাঙ্গামাটি জেলা প্রশাসক, পুলিশ সুপার , বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সেনাবাহিনীর স্থানীয় রেজিমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পিআইডি।
+ There are no comments
Add yours