দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ এসআলমের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে প্রতারণার অভিযোগে কাজী নুরুল হাসান (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল (১১ জুন) নগরের জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল হাসানের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
পুলিশ সূত্র জানায়, নুরুল হাসান গত ৯ জুন এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মেসেজ পাঠান। মেসেজে তিনি নিজেকে সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে কলব্যাক করতে বলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, প্রতারণার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (সোমবার) তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে আদালতে এখনো রিমান্ড আবেদনের শুনানি হয়নি।
+ There are no comments
Add yours